• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফিলিস্তিনি শিশু মাত্র আট মাসে হাফেজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২২  

রাশাদ আবু রাআস নামে সাত বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মাত্র আট মাসে হাফেজ হয়েছে। 

মঙ্গলবার আলজাজিরা জানায়, রাশাদের বয়স মাত্র সাত বছর। সে-ই ফিলিস্তিনের গাজা উপত্যকার এ বছরের সর্বকনিষ্ট হাফেজে কুরআন।

রাশাদের বাবা বলেন, ‘আমি রাশাদের শৈশব থেকেই তার জন্য আন্তরিকভাবে এ দোয়া করতাম- হে আল্লাহ! তুমি আমার ছেলেকে হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতের পথপ্রদর্শক বান্দাদের কাতারে শামিল করো।’
 
তিনি বলেন, ‘যখন-ই সে এতো অল্প সময়ে হাফেজ হলো, তখন আমি অনুভব করলাম- আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। আর মানুষের জন্য কুরআনই বড় হেদায়েত।’

খুবই কম সময়ে হিফজ সম্পন্ন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট রাশাদের জন্য শুভ কামনা জানাচ্ছেন অনেকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারা দাগিও তাকে নিয়ে টুইট করেছেন।

টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আগামীর বিজয়প্রজন্ম। সুলতান সালাহুদ্দিনের উত্তরসূরি রাশাদ আবু রাআস। সাত বছর বয়সী এই বালক কুরআনে কারিম হিফজ করেছে।’ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –