• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধুকে নিয়ে গেমিং অ্যাপ `আমার বঙ্গবন্ধু` 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’। এই অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার মাউশি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী সবার মধ্যে, বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফরমে খেলার ছলে শেখানোর জন্য ‘আমার বঙ্গবন্ধু’ নামক এক মোবাইল গেমিং অ্যাপ নির্মিত হয়েছে। অ্যাপটি গুগল প্লেস্টোরে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যাচ্ছে। অ্যাপটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অ্যাপটি তৈরি করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –