• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

 
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালির জীবনে আরেকটি লড়াই প্রয়োজন। সে লড়াই সংস্কৃতির লড়াই। আমাদের জাতি সত্তার উত্থানে সাংস্কৃতিক আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে। ঢাকার আইডিইবি ভবনে রোববার তিনদিন ব্যাপী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াই করে আমরা বিজয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু এদেশীয় দোসরদের পঁচাত্তর পরবর্তী ভূমিকা আমরা দেখেছি। উন্নয়ন বিরোধী এ অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ার জন্য সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলনের জন্য সাংস্কৃতিক উৎসব করা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জনপদে সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছে। শেকড় থেকে উঠে আসা এসব সংস্কৃতি আমাদের জাতীয় সম্পদ। এগুলো সংরক্ষণের পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –