• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মেসির চেয়ে রোনালদোর আয় বেশি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

ফুটবলার হিসেবে কে সেরা- তা নিয়ে বিতর্ক থাকলেও একটি জায়গায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের হিসাবে এ বছর আয়ে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো।

এ বছর ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি অর্থ আয় করা ফুটবলারদের একটা তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সে তালিকার শীর্ষে রয়েছে রোনালদো। মেসি দ্বিতীয় স্থানে।

পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদোর মৌসুম শেষে আয় দাঁড়াবে ১২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকার বেশি)। আর মেসির ব্যাংক ব্যালান্সে যোগ হবে ১১০ মিলিয়ন ডলার।

এর মধ্যে ম্যানইউয়ের হয়ে খেলার পারিশ্রমিক ও বোনাস থেকে ৭০ মিলিয়ন ডলার পাবেন সিআরসেভেন। বাকি ৫৫ মিলিয়ন ডলার আসবে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।

ফোর্বসের তালিকায় মেসি-রোনালদোর পরের দুটি নাম পিএসজির অন্য দুই তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র (৯৫ মিলিয়ন ডলার) ও কিলিয়ান এমবাপ্পে (৪৩ মিলিয়ন ডলার)।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –