• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গবন্ধু-ব্যাডমিন্টন জুনিয়র: মহিলা দ্বৈতের ফাইনালে বাংলাদেশ     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে শুরু হওয়া ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র (অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১’ এ মহিলা দ্বৈতের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার- স্মৃতি রাজবংশী জুটি। বাংলাদেশের রহিমা জেরিন আহমেদ-ফারজানা সুলতামা ঐশি জুটির বিপক্ষে ওয়াক ওভার পান তারা।

মঙ্গলবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা এককে বাংলাদেশের নাসিমা খাতুন ৮-২১, ৬-২১ পয়েন্টে ইন্দোনেশিয়ার চিয়ারা মারভেলা হান্দোইওর কাছে হেরেছেন।

 একই ইভেন্টে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ৭-২১, ১০-২১ পয়েন্টে ভারতের শ্রেষ্ঠা রেড্ডি কান্নারেড্ডির বিপক্ষে হেরেছেন। অন্য এক ম্যাচে বাংলাদেশের মোসা: ফারহানা ইসলাম ইমু ৮-২১, ১০-২১ পয়েন্টে ভারতের ফানি ভেন্নেলা মুদুনুরির কাছে হেরেছেন।

পুরুষ এককে ইন্দোনেশিয়ার ইউহানো সাউট মার্সেলানোর বিপক্ষে ২১-৯,২১-৬ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মো. রাসেল বাবু। একই ইভেন্টে বাংলাদেশের খন্দকার আব্দুস সোয়াদ ২১-১৮, ২১-১৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার হেন্ড্রি লেন্ডারের কাছে পরাজিত হন।

বাংলাদেশের শাহেদ আহমেদ ২১-১৬,২১-৬ পয়েন্টে শ্রীলংকার আশিনশা হার্থাকে পরাজিত করেছেন। বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ্‌ ২১-১৪,২১-৯ পয়েন্টে ইন্দোনেশিয়ার মোহ.যাকি ওবাইদিল্লাহ্র কাছে হেরেছেন। মালোয়শিয়ার ম্যাথুই শংকর থেউ ২১-৪,১১-২ (অব.) পয়েন্টে বাংলাদেশের মো. শাখাওয়াত হোসেনকে হারিয়েছেন।

একক ইভেন্টেই বাংলাদেশের মো.সাগর শেখ ১৩-২১ ১২-২১ পয়েন্টে ইন্দোনেশিয়ার ইকবাল ডায়েজ শাইপুত্রার বিপক্ষে এবং বাংলাদেশের রাজিব চন্দ্র দাস ৭-২১,৫-২১ পয়েন্ট ইন্দোনেশিয়ার বধি রটনা তেজা গোতামার কাছে হেরেছেন।

অন্য দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশে আকিব সোলাইমান ২১-১৮,১৬-২১ ও ২১-১৬ পয়েন্টে ভারতের শাহিল শর্মার বিপক্ষে এবং বাংলাদেশের রাজু আহমেদ ২১-১০, ২১-৯ পয়েন্টে মালদ্বীপের ইব্রাহিম হাইশামের বিপক্ষে।

অপর দুই ম্যাচে শ্রীলংকার ভিরেন নেট্টাসিঙ্ঘে ২১-১১, ২১-১৪ বাংলাদেশের মো.নাজমুল ইসলাম জয়কে এবং ইন্দোনেশিয়ার জেসন ক্রিস্ট আলেক্সান্ডার ২১-১০, ১৮-২১ ও ২১-১৪ পয়েন্টে বাংলাদেশের গৌরব সিংহকে হারিয়েছেন।

তবে অন্য এক ম্যাচে বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ ২১-১৭, ২১-১৫ পয়েন্টে ভারতের অভিনব কার্থিকার্জনকে হারিয়েছেন। বিকেলে পুরুষ এককে ইন্দোনেশিয়ার হেন্ডরি লেন্ডার ২১-১৫,২১-৬ পয়েন্টে বাংলাদেশের শাহেদ আহমেদকে হারান। 

পরের তিন ম্যাচেই ইন্দোনেশিয়ার বধি রটনা তেজা গোতামার বিপক্ষে ২১-৯,২১-৬ পয়েন্টে বাংলাদেশের আকিব সোলাইমান, ইন্দোনেশিয়ার আলভি ফারহানের বিপক্ষে ২১-৮,২১-৫ পয়েন্ট বাংলাদেশের রাজু আহমেদ এবং ইন্দোনেশিয়ার জেসন ক্রিস্ট আলেক্সান্ডার ২১-১৩,২১-৮ পয়েন্টে বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ পরাজিত হন।

মহিলা এককে ইন্দোনেশিয়ার তাসিয়া ফারানিল্লাহার বিপক্ষে ২১-৪,২১-৬ পয়েন্টে বাংলাদেশের ফারবিন বিনতে ইমদাদ হৃদিতা, ভারতের কাউর মাহনুরের বিপক্ষে ২১-১৪,২১-৭ পয়েন্টে বাংলাদেশের ফারজানা সুলতানা ঐশী পরাজয় বরণ করেন।
 
বাংলাদেশের রহিমা জারিন আহমেদের বিপক্ষে ওয়াক ওভার পান ইন্দোনেশিয়ার বিলকিস পারসিস্তা। এদিকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড: আবদুল  মালেক।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসান প্রমুখ।

তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায়  শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –