• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নে কাজ শুরু করছে বিসিবি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নে কাজ শুরু করছে বিসিবি                
দীর্ঘদিন ধরে ক্রিকেটের আঞ্চলিক অবকাঠামো নিয়ে আলোচনা চলছিল। এবার সেদিকেই আগাচ্ছে বিসিবি। খুব দ্রতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সভাতেও আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ার খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। আজ সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন সুজন। 

এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'রোববার নীতিমালার একটা খসড়া আনুমোদন হয়েছে। খুব দ্রুতই কমিটি গঠন করা হবে। আঞ্চলিক ক্রিকেটের নীতীমালায় যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে সেটা ক্রিকেট বোর্ডই করবে।'

নতুন নীতিমালা গঠনের জন্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা নেই বলেও জানিয়েছেন বিসিবির এই প্রধান নির্বাহী। এমনকি বিসিবি যত দ্রতসম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে চায় বলেও জানান তিনি। 

সুজনের মতে, 'খসড়া নীতিমালা অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে।'

ক্রিকেটের আঞ্চলিক এই অবকাঠামো বাস্তবায়ন হলে দেশের ক্রিকেট উন্নয়নে অনন্য এক মাইল ফলক সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –