– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

আমি আর খেলবো না-সাকিবের রহস্যঘেরা স্ট্যাটাস 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

‌‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি...।’ রাতে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস, অনেকের মনেই কৌতুহলের উদ্রেক করেছে। বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির আছে। সাকিবও কি হুটহাট এমন সিদ্ধান্ত নিলেন? সরল মনে এমন ভাবনার উদয় হতেই পারে।

তবে সাকিবকে যারা নিয়মিত ফলো করেন, তারা ভালোই বুঝতে পারছেন এটা সম্ভবত কোনো বিজ্ঞাপনের প্রচার। কারণ সাকিব সাধারণত তার পেজে ব্যক্তিগত স্ট্যাটাস দেন না। স্ক্রল করলে তার পেজে দেখা যায় প্রায় সবই বিজ্ঞাপন।

তাই সাকিব বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, সেটি বিজ্ঞাপনী প্রচার হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সাকিব এমন স্ট্যাটাস কেন দিয়েছেন, সেটি যেহেতু পরিষ্কার করেননি, তাই আলোচনা হবে সেটাই স্বাভাবিক। সাকিবের মতো বড় তারকাকে দিয়ে হয়তো এই আলোচনাটাই সামনে আনতে চাইছে কোনো প্রতিষ্ঠান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –