• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

জামাই হলেন অধিনায়ক, মুখ খুললেন আফ্রিদি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩  

সেমিফাইনালের দৌঁড়ে সর্বোচ্চটা দিয়েই যুদ্ধ করেছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ছিটকে পড়ে দলটি। বিশ্বকাপ মিশন শেষে জাতীয় দলের সব ফরম্যাটের দায়িত্ব ছাড়েন বাবর আজম। তার নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হন শান মাসুদ। এদিকে টি-২০তে শাহিন শাহ আফ্রিদি।

ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, তার বড় মেয়ের জামাতা শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানানোর ব্যাপারে কোনো সুপারিশ কিংবা ওকালতি তিনি করেননি।

বরং আপাতত বাঁহাতি পেসারকে অধিনায়কত্ব থেকে দূরে রাখার পক্ষে ছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা যায় শাহিনের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন শ্বশুর শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘আমি সব সময় মোহাম্মদ রিজওয়ানের (অধিনায়ক হওয়ার) পক্ষে ছিলাম। শপথ করে বলছি, শাহিনকে অধিনায়ক বানানোর চেষ্টায় কারও সঙ্গে কথা বলিনি কিংবা কোনো রকম তদবিরও করিনি। আমি এসবের সঙ্গে জড়িত নই। এসব করার দরকারও নেই আমার, আর এগুলো পছন্দও করি না।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –