• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উলিপুরে ভীমরুলের কামড়ে একজনের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর জঙ্গলপাড়া গ্রামে ভীমরুলের কামড় খেয়ে ৭দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে হযরত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ঢেপা শেখের পূত্র।


এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সকালে সাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মুধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলারত কিশোরদের ফুটবল আমগাছের মগডালে লাগলে তার নীচ দিয়ে যাওয়া হযরত আলীর শরীরে ভীমরুলের চাক ভেঙে পরে। এ সময় ভীমরুলের কামড়ে তিনি অসুস্থ্য হয়ে পরেন। পরে তাকে স্থানীয়রা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। পরে বিকাল ৫টার দিকে তার মরদেহ দক্ষিণ মধুপুর জঙ্গলপাড়াস্থ বাড়িতে আনা হয়।

নিহত হযরত আলী বামনের হাট বাজারে ব্রয়লার মুরগীর ব্যবসা করতেন বলে জানা গেছে। ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –