• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উলিপু‌রে দিন দিন বে‌ড়েই চল‌ছে শী‌তের তীব্রতা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে দিন দিন শী‌তের তীব্রতা বে‌ড়েই চল‌ছে। গত তিন দিন ধ‌রে দি‌নের বেলায় ক‌য়েক ঘণ্টা সূ‌র্যের দেখা মিল‌লেও তাতে উত্তাপ ছিল না। সন্ধ‌্যা থে‌কে সকাল পর্যন্ত বৃ‌ষ্টির মত শি‌শির প‌ড়ে। সেই সা‌থে শুরু হ‌য়েছে মৃদু হাওয়া, এতে ভোগা‌ন্তির মাত্রা আরো বে‌ড়ে গে‌ছে।

স্থানীয় আবহাওয়া অফিস বল‌ছে, এ অঞ্চ‌লে ধী‌রে ধী‌রে তাপমাত্রা কম‌তে থাক‌বে। চল‌তি মা‌সের শে‌ষের দি‌কে তা তীব্র আকার ধারণ করতে পা‌রে। 

এদিকে, ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতা বাড়ার সা‌থে সা‌থে উপ‌জেলার বিভিন্ন হাট বাজারে গরম কাপড় ‌বিক্রির ধুম প‌ড়ে‌ছে। ঘন কুয়াশা আর মৃদু হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূভোর্গ বেড়েছে সকাল সকাল কাজে যোগ দেয়া শ্রমজীবী মানুষের। শীতে কষ্ট বেড়েছে শিশু ও বয়স্কদের। সেই সা‌থে নদী তীরবর্তী ও চরাঞ্চ‌লের প্রান্তিক মানুষজনকে দুর্ভোগ পোহা‌তে হ‌চ্ছে। প্রত‌্যান্ত এলাকায় শীত জ‌নিত রো‌গের প্রকোপ দেখা যা‌চ্ছে।

উপ‌জেলার হা‌তিয়া এলাকার বা‌সিন্দা পথচারী জব্বার শেখ (৬৯) জানান, 'শী‌তো তে চা‌রোপাশ ঢা‌কি নি‌ছে। কিচ্চু দেহা যায় না। এলাও পুষ (‌পৌষ) মা‌সে প‌ড়িল ন‌্যা তা‌তে যে শীত, আরো তো দিন আছে।`

জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার ব‌লেন, গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। চল‌তি মা‌সের শে‌ষের দি‌কে এ অঞ্চ‌লে শৈত‌্য প্রবাহ ব‌য়ে যে‌তে পা‌রে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –