• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এবার কিয়ারার সংলাপ কর্তন করা হলো

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

কিয়ারা আদভানি-আদিত্য শীল অভিনীত 'ইন্দু কি জওয়ানি'তে কাঁচি চালাল সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু ডায়ালগে আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। ছবির নির্মাতাদের সেন্সর বোর্ড বেশ কিছু সংলাপ বদলে ফেলতে বলেছে।

জানা গেছে, ছবির একটি দৃশ্যে 'হারামজাদে' শব্দটির পরিবর্তে আতঙ্কবাদী শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে নারীদের সুরক্ষা সম্পর্কিত একটি সংলাপ মুছে ফেলা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি জায়গায় প্রকৃত সংলাপ বদলে করা হয়েছে, আজকাল মেয়েদের প্রতি এত অত্যাচার হচ্ছে তার কোনো জবাব তোমার কাছে আছে? সহিষ্ণুতার নামে তোমরা আদপে ভণ্ডামি করে বেড়াচ্ছ।' মুছে ফেলা হয়েছে, 'আপনে ঘোড়ে কো আস্তাবল মে থোড়ি রাখুঙ্গা' সংলাপটি।

'ইন্দু কি জওয়ানি' ছবিতে ইন্দুর ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদবানিকে। ছবির গল্পে দেখা যাবে গাজিয়াবাদের মেয়ে ইন্দুর সঙ্গে ডেটিং সাইটের মাধ্যমে সমরের আলাপ। সমরের ভূমিকায় রয়েছেন আদিত্য শীল। সমর প্রথমে হায়দরাবাদ থেকে এসেছে জানালেও পরে জানা যাবে সে পাকিস্তানের নাগরিক। কিন্তু তারপর?

বাঙালি পরিচালক আবির সেনগুপ্তের এই ছবি মুক্তি পাবে ১১ ডিসেম্বর। ইতিমধ্যেই মন কেড়েছে 'ইন্দু কি জওয়ানি' ছবির গান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –