• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনামুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২১  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনা মুক্ত হয়েছেন। শনিবার (১৯ জুন) তিনি নিজেই মোবাইল ফোনে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে গত ৪ জুন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দিই। পরদিন করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ১৯ জুন দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে নমুনা গ্রহণ করা হয়। শনিবার দেয়া সে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

করোনা পজিটিভ হওয়ার পর থেকে মনোরঞ্জন শীল গোপাল মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলে অবস্থান করছিলেন। গত শুক্রবার প্রেশার বেড়ে গেলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।

এর আগে ৭ ফেব্রুয়ারি মনোরঞ্জন শীল গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –