• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় আক্রান্ত সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার কোভিড-১৯ পজিটিভ রেসাল্ট পান সাবেক এ ব্যাটসম্যান।  তবে তার পরিবারের অন্য সবাই সুস্থ আছেন। জানা গেছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। 

চলতি সপ্তাহে প্রথমে করোনা পজিটিভ হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।  এর একদিনে পরেই জানা যায় টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই বাসাই আইসোলেশনে আছেন। 

মাহমুদউল্লাহর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা টেস্ট করান তিনি। করোনার কোনো উপসর্গ না থাকলেও দুবার নমুনা পরীক্ষা করিয়ে দুবারই ফল পজিটিভ আসে তার। ফলে আপাতত পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও সংশয় আছে।

কয়েক মাস আগে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি করোনা মুক্ত। তবে পায়েয় ইনজুরিতে ভুগছেন দেশসেরা এ অধিনায়ক।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –