• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় গর্ভধারণ না করার পরামর্শ দিল ব্রাজিল সরকার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষ দেশগুলোর অন্যতম ব্রাজিল। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার তিন নম্বরে রয়েছে ব্রাজিল।

সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩৯ লাখ ১৩৪ জন এবং মারা গেছে তিন লাখ ৭১ হাজার ৮৮৯ জন।

এ পরিস্থিতিতে ব্রাজিলের নারীদের উদ্দেশে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে, সম্ভব হলে করোনা মহামারি চলা অবস্থায় গর্ভধারণ থেকে তারা যেন বিরত থাকে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাইমারি হেলথ কেয়ার সেক্রেটারি রাফায়েল কামারা এ পরামর্শ দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের নারীদের উদ্দেশে কামারা পরামর্শ দিয়েছেন, সম্ভব হলে আপনারা নারীরা এই করোনা মহামারির সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকুন। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে, ততদিন অপেক্ষা করুন- যেন গর্ভধারণে আপনাদের কোনো সমস্যা না হয়।

তবে ৪২-৪৩ বছর বয়সী নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকতে বলেননি তিনি। কম বয়সী নারীদের কাছে এ অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, কম বয়সীরা চাইলে কিছু সময় অপেক্ষা করতেই পারেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –