• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কারিগরি শিক্ষায় ভাতের অভাব হয় না- প্রতিমন্ত্রী ফরহাদ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, 'বর্তমান চাকরি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আপনারা আপনার সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন। দেশে-বিদেশে কারিগরি শিক্ষার ব্যাপক চাহিদা আছে। চাকরি না হলেও নিজের জীবন জীবিকার প্রয়োজনে হাতে কলমে জানা কাজের প্রতিষ্ঠান খুলে বসা সম্ভব হয়। এতে নিজের ভাত কাপড়ের অভাব হবে না। সে প্রতিষ্ঠানে আরো বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।'

শুক্রবার মেহেরপুরের মুজিবনগরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী আরো বলেছেন, সারাদেশে ১০০টি উপজেলাতে এই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে মুজিবনগর একটি। মুজিবনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণে সরকারের ১৬ কোটি টাকা নির্মাণ ব্যয় হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সচিব নবীরুল ইসলাম খান, খুলনা বিভাগীয় প্রকৌশলী মারুফ আল ফারুকী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –