• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুইক রেসপন্স টিম গঠন করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

করোনায় আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। রোববার এ টিম গঠন করে অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে তার পরিবারে সঙ্গে যোগাযোগ করবে এই কুইক রেসপন্স টিম। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে এ টিম। 

কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে রয়েছেন উপ-সচিব মো. নূরুল হক। সদস্য হিসেবে রয়েছেন- উপ-সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –