• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা খুন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

কুড়িগ্রামের রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা মেহেরজান (৫২) খুন হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক পূত্র মন্তাজুল (২৬) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মন্তাজুলের ছোট ভাই মোস্তাফা কামাল জানান, তার বড় ভাই মন্তাজুল ৮ বছর আগে মাদকাসক্ত ছিল। ৩ বছর ধরে সে মাদক নেয় না। তবে তার আচরণ স্বাভাবিক ছিল না। প্রায়্ই একে ওকে ধরে মারত। তার এই পাগলামির জন্য স্ত্রীর সাথে ৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ পারছিলেন। এ সময় মাকে নামাজরত অবস্থায় সে কুড়াল দিয়ে শরীরে বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেরজান বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –