• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামসহ ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

কুড়িগ্রামসহ দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা ভূমি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামসহ একযোগে বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলার রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এবং কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা জানান, কুড়িগ্রামে ইতোমধ্যেই অনলাইনে মোট ৯ লক্ষ ৩৬ হাজার ৫৭৪টি খতিয়ান অন্তর্র্ভূক্ত করা হয়েছে। অনলাইনে আবেদন পাওয়া গেছে ৮হাজার ৯৬৫টি। বিতরণ করা হয়েছে ৬হাজার ১৫৪টি। ম্যানুয়াল পদ্ধতিতে রেকর্ডরুম শাখার কার্যক্রম পরিচালনায় গ্রহিতাদের সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা লেগেছিল।

ডিজিটাল রেকর্ডরুম চালু হলে দ্রুততম সময়ে কাঙ্খিত সেবা পাবেন গ্রহিতারা। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –