• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে ক্রিকেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

তৃণমূল পর্যায়ে মেধাবী ক্রিকেটারদের অনুসন্ধান, যথাযথ প্রশিক্ষণ, ক্রিকেট চর্চায় পরিবেশ সৃষ্টি, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বয়সভিত্তিক ও পেশাদার লীগে অংশগ্রহণ, সামাজিক অবক্ষয়ের জন্য দায়ি মাদক-জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ঝড়ে পরা রোধে মেধাবী ক্রিকেটারদের বৃত্তির ব্যবস্থা করে জেলায় ক্রিকেটিয় পরিবেশ সৃষ্টির লক্ষে কুড়িগ্রাম ক্রিকেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ-কুড়িগ্রাম) গঠন করা হয়েছে। 

বুধবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম হলরুমে আবু মো. সাঈদ হাসান লোবানকে সভাপতি ও নাজমুল হুদা লাকুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, মো: গিয়াস মিয়া ও আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও আল মুস্তাকিম বিল্লাহ মিশু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী মুন্না, দপ্তর সম্পাদকইকবাল রাব্বি, সহ-দপ্তর সম্পাদক শ্রী পরেশ রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, উপদেষ্টা মন্ডলী জালাল হোসেন লাইজু, বিজন কুমার দাস ও মোস্তাফিজার রহমান।

সভায় জেলার ৮টি উপজেলায় পর্যায়ক্রম ক্রিকেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –