• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শন করা হয়। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত  উপ-পরিচালক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, এডিশনাল এসপি কল্লোল দত্ত, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: নজরুল ইসলাম, জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়। 

এ সময় উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উভয় সভায় পরিবার-পরিকল্পনা বিভাগকে জন্ম নিয়ন্ত্রণ রোধে কার্যক্রর ভূমিকা পালনে বিভিন্নমূখী কার্যক্রম হাতে নেয়ার অনুরোধ জানানো হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –