• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে ধান কিনবেন মৃত ব্যক্তি!

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের চিলমারীতে সরকারিভাবে ৮৮১ মেট্রিক টন ধান কেনা হবে। আর ধান কিনতে কৃষক নির্বাচন করতে লটারি সম্পন্ন হয়েছে। তবে সেই লটারিতে কৃষক হিসেবে মৃত ব্যক্তির নাম উঠার অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্র জানায়, লটারির তালিকায় কৃষক হিসেবে থানাহাট ইউপির বাসিন্দা আকবর আলীর ছেলে মৃত আ. মজিদের নাম উঠেছে। তার সিরিয়াল নং-১৪৯৬। এছাড়া লটারিতে থাকা অনেক কৃষকের বিন্দুমাত্র জমি নেই। 

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাশ বলেন, কৃষকদের তালিকা অনেক আগে হয়েছে। তাই ভুল হতে পারে। তবে মৃত ব্যক্তির নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এদিকে উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, কৃষকরাই গুদামে ধান নিয়ে আসছে। যদি অভিযোগ উঠে, তবে সেটিই কৃষি কর্মকর্তা দায়ী থাকবেন। কারণ কৃষকের তালিকা তৈরি করা সম্পূর্ণ কৃষি অফিসের দায়িত্ব ছিল।

ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, কৃষি অফিসের তালিকা অনুযায়ী লটারি হয়েছে। সেই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকদের কাছ থেকেই ধান নেয়া হচ্ছে। তবে কোনো অনিয়ম থাকলে খোঁজ নেয়া হবে। যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –