• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে বজ্রপাতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

কুড়িগ্রামের রাজিবপুরে বজ্রপাতে রিফাত মিয়া(১৯) নামে অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রিফাত মিয়া ওই ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া গ্রামের সেলিম মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মিয়াপাড়া গ্রামের পশ্চিম পাশে নদীতে বন্ধুদের সাথে জাল দিয়ে মাছ ধরতে যান রিফাত মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর অবস্থায় রিফাতকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মেডিকেল অফিসার ডা.নাজমুল ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল কুদ্দুস জানান, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –