• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে বিজিবির উপর গরু ব্যবসায়ীদের হামলা: আহত ১

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মঙ্গলবার সকালে গরু ব্যবসায়ীদের হাতে বিজিবির ছয় সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজিবির এক গোয়েন্দা সদস্য গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে পুলিশের হাতে ভারতীয় ৪টি গরুসহ ৫ ব্যবসায়ীকে আটকের জের ধরে এ হামলা করে ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের টহলরত ছয় সদস্যের ওপর গরু ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায়। হামলায় একজন বিজিবি সদস্যের হাত ভেঙে যায় এবং অপর এক বিজিবি সদস্যের একটি মোবাইল ফোন খোয়া যায়।

গুরুতর আহত ওই বিজিবি সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহ আলম মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –