• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২১  

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী।

শুক্রবার (২৮ মে) দুপুরে নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে বিদ্যুৎ না থাকায় লাইনের মেরামতের কাজ করছিলেন তারা। হঠাৎ বিদ্যুৎ আসলে তিনজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর নিহত তৈয়ব আলীর স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –