• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

কুড়িগ্রামের চিলমারীতে কারিতাস দিনাজপুর অঞ্চলের সবুজ জীবিকায়ন প্রকল্পের আওতায় ২০০টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

সোমবার চিলমারী সরকারি কলেজ মাঠে কারিতাস দিনাজপুর অঞ্চলের সবুজ জীবিকায়ন প্রকল্পের উদ্যোগে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্।

অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আহমেদ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, রাণীগঞ্জ ইউপি সদস্য আব্দুর রহিম জাহাঙ্গীর, সবুজ জীবিকায়ন প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিলন এক্কা প্রমুখ বক্তব্য দেন।

পরে রাণীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও নয়ারহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে ৪০ ওয়াটের একটি করে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –