• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ গঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২১  

উত্তরবঙ্গের কৃতি সন্তান ভাওয়াইয়া যুবরাজ, কবি, গীতিকার ও সুরকার কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের নামে ‘বীর মুক্তিযোদ্ধা ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ গঠিত হয়েছে’। গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কছিম উদ্দিন পরিষদ সভাকক্ষে মো. মাহবুবুর রহমান মোমিনকে সভাপতি ও গুলজার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।

২০২১-২০২৩ সালের কমিটিতে ১১জনকে উপদেষ্টা সদস্য এবং ১৬জন নির্বাহী কমিটির সদস্য করে কমিটি পূণর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মো. নাজমুল হুদা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ভাওয়াইয়া শিল্পী মো. জাহাঙ্গীর হোসেন জেহাদ (কছিম উদ্দিনের পূত্র), সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী প্রভাষক মাহবুবা আক্তার দয়া, প্রচার সম্পাদক বিশিষ্ট চিত্র শিল্পী মো. রিয়াজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ও প্রদর্শক মো. আব্দুল ওয়াহেদ।

কমিটির সদস্যরা হলেন সাংবাদিক ও সমাজকর্মী হুমায়ুন কবির সূর্য, ভাওয়াইয়া শিল্পী গোলাম মোস্তফা বাবলু (কছিম উদ্দিনের পূত্র), বিশিষ্ট তবলা বাদক বাবু নির্মল কুমার রায়, বিশিষ্ট দোতরা বাদক ও সঙ্গীত শিল্পী বাবু নারায়ণ রায়, এনজিও কর্মী হায়দার আলী চৌধুরী বুলেট এবং সঙ্গীত শিল্পী ও তবলা বাদক বাবু ত্রৈলোক্যনাথ রায় তিলক।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –