• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে হামলা: দুই এপিবিএন আহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছে  এপিবিএনের (আমর্স পুলিশ ব্যাটালিয়ন) ২ সদস্য। আহতরা হলেন- সাইফ ইকবাল রিয়েল (২৩) ও মাকদাদুর রহমান (২২)। তারা বগুড়া এপিবিএনের সদস্য বলে জানা গেছে। বুধবার বিকেলে সদর ইউনিয়নের নলেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামে মাদক ব্যাবসায়ী শওকত আলী (৬০) ও তার ছেলে এরশাদ আলীর (৩৭) বাড়িতে মাদক উদ্ধার করতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ২ এপিবিএন সদস্য। এ ঘটনা দেখতে পেয়ে কিছু দূরে থাকা এপিবিএনের অপর দুই সদস্য এসে তাদের উদ্ধার করেন। আহত ২ এপিবিএন সদস্যের বাড়ি জয়পুর হাটের কালাই উপজেলায় বলে জানা গেছে।

হামলায় সাইফের হাত ও পা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম। আহতদের প্রথমে ভূরুঙ্গামারী হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিমুল নামের এক যুবককে আটক করা হয়েছে।

ওসি মুহা. আতিয়ার রহমান জানান, ২ জন আহত হওয়ার কথা শুনেছেন আহতরা বগুড়া এপিবিএন সদস্য বলে জানতে পেরেছি। ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –