• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু মহিলা ভলিবল প্রতিযোগিতা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

কুড়িগ্রাম স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১৮ তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ খেলা শুরু হবে। তবে বিকেল ৩টায় এ খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। শুক্রবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। 

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নিলু প্রমুখ। 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, জাতীয় পর্যায়ের ২০২১ সালের মহিলা ভলিবলের এ আয়োজন এবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। চার দিনের এ প্রতিযোগিতায় ১২টি জেলার মহিলা ভলিবল দল অংশ নেবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –