• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে হাতকড়া নিয়ে পালানো সেই আসামি গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে পালানো মাদক মামলার আসামি হামিদুলকে পৌনে ৮ ঘণ্টা পর আবার গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের মাটি কাটার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার নাগেশ্বরী থানা হাজত থেকে হাতকড়া পরিয়ে অটোরিকশা যোগে তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসছিলেন নাগেশ্বরী থানার পুলিশের কনস্টেবল আরিফুল ইসলাম ও আফতাব আলী।

দুপুর পৌনে ২টায় ওই দুই পুলিশ সদস্য হামিদুলকে নিয়ে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসলে হামিদুল সুকৌশলে অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় পুলিশ সদস্যরা হামিদুলের পিছু ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয় নাগেশ্বরী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম, ও আফতাব আলীকে। 

একই অভিযোগে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় নাগেশ্বরী থানার ডিউটি অফিসার এএসআই শাহাজালালকে। পরে কুড়িগ্রাম সদর থানার ওসির সহায়তায় পুলিশ ফোর্স সাড়াশি অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের মাটি কাটার মোড় থেকে হামিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে অবহেলাকারী পুলিশের দুই কনস্টেবলসহ এক এএসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –