• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে হাতির পিঠে চড়ে রাজকীয় বাল্যবিয়ে!

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

হাতির পিঠে চড়ে রাজকীয়ভাবে বাল্যবিয়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই বিয়ে সেরে বর ও কনে পক্ষ সটকে যান। শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউপির আটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কনে ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার। আদুরী দশম শ্রেণির ছাত্রী। হাতির পিঠে আসা বরের নাম সম্রাট। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউপির বদ্ধু খানের ছেলে।
 
ভাঙামোড় ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান বাবু জানান, শুক্রবার বিকেলে বর সম্রাট হাতির পিঠে চড়ে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউপির ঠকটারি এলাকা থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউপির আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। এ সময় হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে যে হাতির পিঠে চরে বর সম্রাট মূলত বাল্যবিয়ে করতে যাচ্ছেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে বিয়ে বাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার অগেই বিয়ে সম্পন্ন করে উভয় পক্ষ সটকে পড়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –