• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ২ হাজার তালবীজ রোপণ কার্মসূচির উদ্বোধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

কার্যক্রম উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।

তালবীজ রোপণ কর্মসূচির সমন্বয়কারী মাকসুদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উদ্যোক্তা জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার নাজিম হোসাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান মিয়া, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ সরদারসহ সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার নিজস্ব উদ্যোগে পরিবেশ বান্ধব তালবীজ রোপণ কার্যক্রমের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২ শত করে বীজ রোপণসহ বাকরের হাট থেকে সরদারপাড়া গামি প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুই ধারে তালবীজ রোপণের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –