• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে ৪৯৭ মন্ডপে উৎসবের আমেজে শারদীয় দুর্গাপূজা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ এবং উৎসবের আমেজে ৪৯৭ পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে । তবে করোনা জনিত পরিস্থিতিতে অন্যান্য বছরের তুলনায় এ বছর পূজা অর্চনা প্রতিপালনে অনেকটাই সীমিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ নানামুখী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কমিটির সভাপতি রবি ঘোষ। 

বৃহস্পতিবার সন্ধায় ষষ্ঠীবোধনের মাধ্যমে মন্ডপে মন্ডপে শুরু হয় পূজা। শুক্রবার চলছে সপ্তমী বিহীত পূজা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে করোনার কারণে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশের বিশেষ ধরনের টহল এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস জানান, জেলায় এ বছর ৪৯৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৭৩টি, উলিপুর উপজেলায় ১১১টি, রাজারহাট উপজেলায় ১০৯টি, নাগেশ্বরী উপজেলায় ৮৩টি, ফুলবাড়ী উপজেলায় ৬৬টি, চিলমারীতে ২৬টি, রৌমারীতে ৮টি, ভূরুঙ্গামারীতে ২০টি ও রাজিবপুর উপজেলায় ১টি পুজা মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যথেষ্ট অনুকূলে রয়েছে। আমরা আশা করছি পূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –