• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক(২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলার পৌর শহরের বলদীটারী এলাকার বেলাল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে নাগেশ্বরী পৌরসভার কামার পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের বলদীটারী এলাকার বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে গেলেও আটক হয় আব্দুর রাজ্জাক। এ সময় ট্রাভেল ব্যাগে রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আব্দুর রাজ্জাকসহ পলাতক ৫ জনের নামে মামলা হয়েছে। পলাতক আসামিরা হলেন, নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে বেলাল হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৩৫), মিন্টু মিয়া (৩২), বিদ্যুৎপাড়া এলাকার মাখরার ছেলে রুবেল মিয়া এবং ছিলাখানা ধনীরপাড় এলাকার হারুন অর-রশিদ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আব্দুর রাজ্জাকসহ পলাতক অপর ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –