• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামের ইউনিয়নের বাজারেও পুলিশের সিসি ক্যামেরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামের নাগেশ্বরীর কেদার ইউনিয়নের কচাকাটা বাজারে এবং সদর মোড় এলাকায় ১৮টি সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এসব সিসি ক্যামেরা উদ্বোধন করেন।

পরে কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কচাকাটা বাজারে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতির বক্তব্য দেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার শওকত আলী ও কচাকাটা থানার ওসি মাহবুব আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল সরকার, কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, কেদার ছাত্রলীগের সভাপতি শাহীন, কচাকাটা বণিক সমিতির সভাপতি মাহমুদ হোসাইন বাবুল প্রমুখ।

কেদার ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে এলাকায় অপরাধ প্রবণতা রোধ হবে প্রত্যাশা করে বক্তারা বলেন- সিসি ক্যামেরার কারণে এই ইউনিয়নে চুরি ও ছিনতাই অনেকটাই কমে যাবে। আর অপরাধীদেরও দ্রুত শনাক্ত করা যাবে।  বর্তমান সরকার জণগনের নিরাপত্তায় সর্বদা সচেষ্ট রয়েছেন। দেশের মানুষ যাতে করে হয়রানি ও দুর্ভোগের শিকার না হয় সেলক্ষ্যে কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –