• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

`কোনোদিন ধারনা করিবা পারি নাই প্রধানমন্ত্রী হামাক বাড়ি দিবেন`

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

তাছলিমা (৪০) একজন দৃষ্টি প্রতিবন্ধী। তার জন্মের পর টাইয়ফোড জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে দুই চোখ অন্ধ হয়ে যায়। তার স্বামীও জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। স্বামী আকিরুল ইসলাম ভিক্ষা করে কোনো রকম সংসার চালান। স্বামীর কোনো ভিটেবাড়ি নেই। ৫ মেয়ে ও ২ ছেলেসহ ৯ জনের পরিবার ছোট একটি কুঁড়ে ঘরে থাকেন। এবার সেই তাছলিমার দুঃখ ঘুচতে যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তিনিসহ তার দুই মেয়েকে একটি করে পাকা ঘর দেওয়া হচ্ছে। শয়নকক্ষের পাশাপাশি থাকছে রান্নাঘর ও পয়নিষ্কাশনের ব্যবস্থা।

তাছলিমা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নম্বর ছাতইল ইউনিয়নের তেড়েরা গ্রামের বাসিন্দা। তাছলিমার মতো নতুন করে ২য় ধাপে ১০০ জন ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে আধাপাকা ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ঘরগুলো।

সরেজমিন ৫নম্বর ছাতইল ইউনিয়নের উপকারভোগী তাছলিমা বলেন, আমাদের এই ছোট ঘরে থাকিবার খুব কষ্ট হচ্ছিল। একদিন ইউএনও সাহেব বাড়ি দেখে যাবার পর ছবি, ভোটার কার্ড দেওয়া হয়। কোনোদিন ধারনা করিবা পারি নাই প্রধানমন্ত্রী হামাক বাড়ি দিবেন। প্রধানমন্ত্রী হামার ঘরে বাড়ি দেওয়াতে খুব খুশি হয়েছি।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খুঁজে বের করে জমিসহ ঘর করে দেওয়া হচ্ছে। এই উপজেলায় প্রথম পর্যায়ে ৪৩০টি উপকারভোগী পরিবার ঘর পেয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এবার ১০০ পরিবার ঘর পাচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –