• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গ্রাম আদালত কার্যক্রমে দেশসেরা পঞ্চগড়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

গ্রাম আদালত কার্যক্রমে দেশ সেরা হয়েছে পঞ্চগড়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়। পঞ্চগড়ে গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানাতে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, পঞ্চগড়ে এই প্রকল্পের আওতায় মামলা গ্রহণ, নিষ্পত্তির হার এবং ক্ষতিপূরণ আদায় সবচেয়ে বেশি। জুলাই-২০১৭ থেকে জানুয়ারি-২০২১ পর্যন্ত জেলার পাঁচ উপজেলার ৪৩টি গ্রাম আদালতে সরাসরি ১২ হাজার ২৪০টি এবং উচ্চ আদালত থেকে ৫১৩টি মামলার মধ্যে ১২ হাজার ৬৯৮টি মামলা নিষ্পত্তি করা হয়। বর্তমানে চলমান ৬৯টি মামলা।

গ্রাম আদালতের মাধ্যমে ৪ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –