• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ছদ্মবেশে সরকারি অফিস থেকে দালাল ধরলেন ম্যাজিস্ট্রেট

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

দালাল ধরতে ছদ্মবেশে রংপুরের বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সরকারি সেবাগ্রহীতাদের হয়রানি লাঘবে মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি সেবাপ্রার্থী সেজে নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে যান।

এ সময় জোনাল সেটেলমেন্ট অফিস থেকে নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেনকে এবং বিআরটিএ অফিস থেকে সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে লাভলু হোসেনকে সাতদিন এবং রবিউল ইসলামকে দুইদিনের কারাদণ্ড দেন।

দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –