• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ট্রফি জিততে নেপালে বাংলাদেশ ফুটবল দল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় বিকেল  চারটা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ দল কাঠমান্ডুতে গিয়ে পৌঁছেছে।
২৫ জন ফুটবলার নিয়ে জেমি ডে’র কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও ডিফেন্ডার রহমত মিয়ার করোনা পজিটিভ হওয়ায় তাকে রেখেই নেপাল গেছে দল  

সন্ধ্যা ৭টায় রহমতের আবার করোনা স্যাম্পল নেয়া হয়েছে। 

বাফুফে আগেই জানানো হয়েছিল, রহমত মিয়ার পূনরায় কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। নেগটিভ হলে ২২ মার্চ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রহমত মিয়া নেপাল যাবে।

রহমত মিয়া বলেন, জাতীয় দলে সবার সাথে অনুশীলন করেছি,এখন সবার সাথে যেতে না পেরে সত্যি খারাপ লাগছে। হোটেলে একা একা আছি তবে আশা করি ২০ তারিখের পরীক্ষায় নেগেটিভ হবে কেননা আমার মধ্যে কোন লক্ষণ নেই। তবে শেষ পর্যন্ত যদি যেতে না পারি এটা আমার জন্য অনেক হতাশার হবে।

জামাল ভূঁইয়ার কলকাতা থেকে দু’একদিনের মধ্যে ঢাকায় ফেরার কথা। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা মোহামেডান।

নেপালের টুর্নামেন্ট বাংলাদেশ, কিরগিজস্তান অলিম্পিক দল এবং স্বাগতিকরা খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ মার্চ কিরগিজদের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ২৭ মার্চ নেপালের বিপক্ষে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রথম প্রস্তুতিতে নামবে নেপালে। কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে অনুশীলনে নামবেন জেমি ডে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –