• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ জুন) উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ওই গ্রামের কালি কুমারের (৫৫) বাড়িতে একটি বিষ্ণু মূর্তি রয়েছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। শনিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫০ কেজি ওজনের ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের, ২ ফুট ১ ইঞ্চি প্রস্থের একটি মূর্তি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মূর্তিটি কিসের তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। আমরা এটি নিয়ে যাচাই-বাছাই করছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –