• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবক নারায়ণপুর ইউপির আইরমারী চর গ্রামের মূসা আলীর ছেলে।  
 
স্থানীয়রা জানায়, ছবিল উদ্দিন ভোরে গরু আনার জন্য নারায়ণপুর কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪–এর কাছ দিয়ে ভারতের আসামের মন্ত্রীরচরে যান। তার উপস্থিতি টের পেয়ে বিএসএফ মন্ত্রীরচর ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এ সময় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে মারা যান।  

নারায়ণপুর ইউপি সদস্য শাহাদৎ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্ত ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ছবিল নামের এক বাংলাদেশি নিহত হন। ছবিলের মরদেহ তার বাড়িতে আছে। 

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ওই সীমান্তে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে থাকে।
 
বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে একটি গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি।  

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –