• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ দপ্তর ওই সভার আয়োজন করে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বেগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, ট্রাফিক পুলিশের পরিদর্শক আজাদ হোসেন খান, বিআরটিএর সহকারী পরিচালক মো. আব্দুল কুদ্দুস, মোটরযান পরিদর্শক নুরুল ইসলাম, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, জেলা ট্রাক-ট্যাঙ্কলড়ি ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

সভা শেষে সচেতনতা বৃদ্ধিতে জেলা শহরের চৌরঙ্গী মোড়, মাধার মোড় ও বাসটার্মিনাল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সভায় মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেনতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –