• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোড এলাকায় বাজার তদারকিতে গিয়ে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জান্নাত ফার্মেসীকে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় নিউ বৃষ্টি, আল আমিন হোটেলসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –