• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১  

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন। দেশটির প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইতালিতে চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জুসেপ্পে কন্তে পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক সঙ্কট উত্তরণে বুধবার প্রেসিডেন্ট মাত্তেরেল্লা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আলোচনা চলাকালীন সময়ে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

গত সপ্তাহে করোনাভাইরাস সঙ্কট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে শরীক সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান কন্তে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –