• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে কোচিং চলাকালে শিক্ষকের জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

পার্বতীপুরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি কোচিং সেন্টারের পরিচালক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষককে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। 

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিদ কায়সার রিয়াদ বিকেল ৫টার দিকে এ অভিযান পারিচালনা করেন। উপজেলার ভবের বাজারের গোবিন্দপুর গ্রামের জনৈক সোহাগ মাস্টারের বাড়িতে শতাধিক ছাত্র ছাত্রী নিয়ে কোচিংরত অবস্থায় ওই শিক্ষককে আটক করা হয়। পরে তাৎক্ষনিক তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সকল ছাত্র ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাকালীন সময়ে সরকারী আইন লংঘন করে উপজেলার একাধিক স্থানে অবৈধ কোচিং চলছে। সব কোচিং সেন্টারকে অভিযানের আওতায় আনা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –