• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পুলিশের সহায়তায় মায়ের কোল ফিরে পেল তিন মাসের শিশু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের সহযোগিতায় তিন মাসের শিশু ফিরে পেল মায়ের কোল। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার খড়খড়িয়া হরিনার চর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার রাতে ভুক্তভোগী মা থানায় অভিযোগ জানালে সেই রাতেই শিশুকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

স্থানীয়রা জানায়, আড়াই বছর আগে উপজেলার মজাইডাংগা এলাকার সুরজামালের ছেলে সুজন মিয়ার (২৫) সঙ্গে একই উপজেলার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমা বেগমের (২২) বিয়ে হয়। তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

চিলমারী থানা পুলিশ জানায়, রোববার (১৮ এপ্রিল) দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামী সুজন মিয়ার সঙ্গে মোসলেমা বেগমের ভাত রান্নার বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে তাকে বাড়ি থেকে বের করে দেন সুজন মিয়া।

নিরুপায় হয়ে মোছলেমা বেগম বাবার বাড়িতে চলে যান। এদিকে অনেক চেষ্টা করেও তিন মাস বয়সী শিশু সুরভিকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করতে পারছিলেন না মা মোসলেমা।

একপর্যায়ে বাধ্য হয়ে মোছলেমা বেগম সোমবার রাত ৯টায় চিলমারী থানায় এসে অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন।

তিনি জানান, মোছলেমার অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতেই ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –