• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পেঁপের মধ্যে অন্যতম একটি জাত হলো শাহি পেঁপে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

বাংলাদেশে প্রচলিত নানান জাতের পেঁপের মধ্যে অন্যতম একটি জাত হলো শাহি পেঁপে। এটি একটি লিঙ্গিক জাতের পেঁপে। স্ত্রী-পুরুষ ফুল আলাদা গাছে ধরে। দেশের সব জায়গায় শাহি পেঁপে চাষ করা সম্ভব। এই পেঁপে চাষে মুনাফা অপেক্ষাকৃত বেশি। এই পেঁপে গাছের বৈশিষ্ট্য হলো :গাছ হালকা সবুজ বর্ণের হয়। তবে পাতার রং গাঢ় সবুজ। চারা লাগানোর তিন-চার মাস পর ফুল আসে। কাণ্ডের খুব নিচু হতে ফল ধারণ শুরু হয়। ফুল আসার তিন-চার মাস পর পাঁকা পেঁপে সংগ্রহ করা যায়।

শাহি পেঁপে জাতটি সারা বছর ধরে ফল দিয়ে থাকে এবং চারা রোপণের ৮-৯ মাসের মধ্যে পাকা ফল পাওয়া যায়। হেক্টর প্রতি ফলন ৪০-৬০ টন। একটু উঁচু জায়গায় এই পেঁপেগাছ রোপণ করতে হয়। উপযুক্ত পরিচর্যার মাধ্যমে প্রায় সব ধরনের মাঠিতে এই পেঁপে চাষ করা যায়। তবে উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দো-আঁশ মাটি উত্তম। দুই মিটার দূরে দূরে চারা রোপণ করতে হবে।

বীজ থেকে চারা তৈরি করা হয়। পলিথিনের ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা রাখা উচিত নয়। ২০-২৫ দিনের চারায় ১-২ শতাংশ ইউরিয়া স্প্রে করলে চারার বৃদ্ধি ভালো হয়। পেঁপে চারা রোপণের আগে মনে রাখতে হবে পানি জমে না এমন স্থান নির্বাচন করতে হবে।

পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। পেঁপের জন্য নির্বাচিত জমি হতে হবে জলাবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধা যুক্ত। জমি বারবার চাষ এবং মই দিয়ে উত্তমরূপে তৈরি করতে হবে। দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার্থে বেড পদ্ধতি অবলম্বন করা উত্তম।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –