• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পোলট্রি শিল্পের অপার সম্ভাবনা তৈরি হয়েছে রাজারহাটে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

রাজারহাটে পোলট্রি শিল্পের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে উপজেলার সাতটি ইউনিয়নের ২২৩-২৫০ জন যুবক বয়লার, লেয়ার ও সোনালি খামারি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

খামারি রেজাউল করিম বলেন, ১৯৯৪ সালে স্বল্প পরিসরে পোলট্রি খামার শুরু করি। বর্তমানে সব খরচ বাদে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়। তার মত অনেকেই পোলট্রি খামার গড়ে তুলে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি নিজেদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জোবাইদুল কবির বলেন, খামারিদের সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্নভাবে পরার্মশ ও সহযোগিতা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, অত্যান্ত আন্তরিকতার সাথে খামারিদের পৃষ্ঠপোষকতা করছে সরকার। করোনা মহামারী এবং বন্যার সময় প্রণোদনা খামারিদের পাশে দাড়িয়েছে সরকার। সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে এরকম সম্ভাবনা তৈরী নাও হতে পারতো বলে জানান স্থানীয়রা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –