• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রথম দিন সিনোফার্মের টিকা নিলেন ৪৩২০ জন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২১  

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন চার হাজার ৩২০ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১ এবং নারী দুই হাজার ২২৯ জন। শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারাদেশে একযোগে শুরুর পর প্রথম দিনে তারা এই টিকা নিলেন।

এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ছয় হাজার ৫১২ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৬৯১ ও নারী দুই হাজার ৮২১ জন।

শনিবার (১৯ জুন) টিকাগ্রহণকারী চার হাজার ৩২০ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নেন এক হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯১, চট্টগ্রাম বিভাগে ৬৫৩, রাজশাহী বিভাগে ৪৭৭, রংপুর বিভাগে ৭৪৮, খুলনা বিভাগে ৪৮৮, বরিশাল বিভাগে ১৮৬ এবং সিলেট বিভাগে ৩৩৩ জন সিনোফার্মের টিকা নেন।

শনিবার থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ টিকাদান শুরু হয়। তার আগে পরীক্ষামূলকভাবে রাজধানীতে কিছু সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –