• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেল কুড়িগ্রামের ৭২ পরিবার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৭২ অসহায়-দরিদ্র পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া ঘরগুলো পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ পরিবারগুলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৭২ টি পরিবারের জন্য প্রায় দুই কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতিটি পরিবারের জন্য ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয় প্রায় তিন লাখ টাকা।

এ রকম অসহায় দরিদ্র নাওডাঙ্গা ইউনিয়নের ছোবান মিয়া, বীরেন্দ্র নাথ মন্ডল ও শিমুলবাড়ী ইউনিয়নের কুলসুম বেগম, মোকছেদ আলীসহ অনেকেই জানান, শেখের বেটির জন্য আমরা থাকার জন্য পাকা ঘর পেয়েছি। তারা প্রত্যেকেই নতুন পাকা ঘর পেয়ে খুশি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, সরকারি নীতিমাল অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নের অসহায় দরিদ্র যার জমি আছে ঘর নেই এমন অসহায় মানুষকে শনাক্ত করে এসব পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতি উপকারভোগীর জন্য দুইটি করে রুম (থাকার ঘর), একটি রান্নাঘর ও একটি করে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –