• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে মাস্ক না পরায় ১৩ দোকানিকে জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মোতাবেক মাস্ক না পরায় ১৩ দোকানিকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌর বাজারে ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার এএসআই মোস্তফা কামালসহ সঙ্গীয় পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে দোকানে বসে দোকানদারী করায় জরিমানা করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধির উপেক্ষাই করছেনা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –